কে যেন বললো গোদি চাঁদে গেছে।
ভাবলাম বাঁচা গেলো পি আর সি হবে তাহলে।
বিজ্ঞানীরা মাইনে পায়না দীর্ঘদিন।
কেউ খবর রাখে না দেখে শুধু পিঠ চাপড়ানো দিন।
আচ্ছে দিন এসে গেলো সবে নাচো তা ধিন ধিন।
চাদে যন্ত্র গেলেই পেট ভরবে তাক ধিনাক ধিন।
গর্ববোধ অবশ্যই ভারতীয় হিসাবে।
তবে শুধু তা ইসরোর বিজ্ঞানীদের জন্যে।
সুইস ব্যাংক ভরে গেছে এবার চাঁদে বসবে ব্যাংক।
রাজনৈতিক নেতাদের কালো রক্ত মাখা টাকার ব্যাংক।
আমরা তালি থালি বাজাবো রাতি দিন।
ওদের চাঁদ ভরে গেলে আসবে মঙ্গলের দিন।