সব আলো যেখানে শোষিত তা গভীর কালো থাকে।
তাতে শুধু আলোরা এসে ঢোকে কিন্তু বোরোতে সম্পূর্ণ ভোলে।
খালি চোখে যেটা দেখতে কালো।
তাতে আছে ঠেসে ভর্তি জগতের আলো।
তাতে ঢুকে পড়লে শুধু আলো আর আলো।
আর তাকে বাহির হতে দেখলে দেখবে শুধুই কালো।
যা দেখো নিজ চোখে তাই নয় সবটা।
আসলে মস্তিষ্কের নিগুড় অনুধাবনই সবটা।