আজ জন্মাষ্টমী শ্রী কৃষ্ণের জন্মদিন।
তিনি কেবল হিন্দুদের নন,প্রার্থণা সবার পরম গতি দিন।
উনি ভগবান রূপে পুজা পেলেও ছিলেন মানব রূপে।
ইতিহাস মতে জীবিত ছিলেন প্রায় 126 বছর এই ধরিত্রীতে।
তখন পৃথিবীতে ছিল একটিই ধর্ম নাম ভাগবত।
ঐ ধর্ম বিস্তারিত ছিল প্রায় সমগ্র পৃথিবীবত।
দর্শনের দ্বারা জনগনে দিয়েছিলেন বিজ্ঞানের জ্ঞান।
যাহার কিয়ৎ অংশ এই শতাব্দীতে শিখেছে আধুনিক বিজ্ঞান।
হোক বিশ্ব মানচিত্র বা মহাকাশযান সবই বর্ণিত আছে মহাভারতে।
যাহা সৃষ্ট হয়েছিল সাড়ে পাঁচ হাজার বছর আগে।
সবাই জানে ভগবান শ্রী কৃষ্ণই মহাভারতের প্রধান চরিত্র।
আজ তাঁর জন্মদিনে তাঁকে জানাতেই হবে আমরা সকলে তাঁর প্রতি সদা কৃতজ্ঞ।