সাতরঙা মাছরাঙার ঠোঁটটা বিশাল বড়।
জলেতে ডুব মেরে মাছ তোলো বেশ বড়।

বিড়ালছানারা সব দেখে ললুপ দৃষ্টি মেলে।
মা মেও পুষি বলে মুখ রাখ অন্যদিকে ঘুরিয়ে।

রাতেতে পেঁচারা সব ওঁত পেতে শাখাতে।
ইঁদুরের লোভে তারা ঐখানে বোসেছে।

ঠক ঠক ঠুকছে নীল হলুদ কাঠঠোকরা।
বর্ষার আগেতেই বাসা চাই রেডিকরা।