নাম-------সর্ববৃহৎ অঙ্গ।
মানব শরীরের সর্ববৃহৎ অঙ্গ।
চল জানি তার কত শত রঙ্গ।
প্রায় নব্বইহাজার মিটার লম্বা।
এটাই মোদের দেহের চামড়া।
সমস্ত অঙ্গকে করে সদা রক্ষা।
ওই তোমাদের চেনায় গরম না ঠান্ডা।
ঐই প্রথম অনুভব করে জ্বালা।
আবার সেই অনুধাবায় শান্তির ঠান্ডা।
তোমরা যত নীচমনষ্ক মনুষ্য তাকে ব্যবহার কর।
কেউ সাদা বা কেউ কালো বলে অন্তরাল কর।
পঙ্চইন্দ্রিয়ের শেষ ইন্দ্রিয় আমিই মহান সেই চর্ম।
কিডনি বিকল হলেও তোমাদের বাঁচাই দিয়ে ঘর্ম।
তিনটি স্তর মোর জানো নিশ্চয় তোমরা।
এপিডার্মিস;ডার্মিস আর হাইপোডার্মিস আমরা।