পয়লা বৈশাখ আসছে দিন।
সবাই গোঁফে তা দিন।
আগের দিনেই চড়ক মেলা।
বসবে দোকান খাবার মেলা।
ভেঁপু পুতুল টিপ আর দুল।
কান ফাটাবে ভেঁপুর শব্দহূল।
পাঁপড় আর হাওয়াই মিঠাই।
শুধু আমরা এই মেলাতেই পাই।
মহাদেবানন্দ কলেজের কাছে।
সে..ই কবে থেকে মেলা বসছে।
মানুষ জন সব সেজে গুঁজে,
নববর্ষের বিরাট প্রস্তুতি নিচ্ছে।
ও,আর একটি কথা গেছিলাম ভূলে।
সবাই কে আগাম শুভ নববর্ষ দুহাত জুড়ে।