ভয় রোজ রোজ তোমাকে করে ছোট।
সাহস কিন্তু নয় অশ্রদ্ধ্যা ওটি করে বড়।

সর্বোচ্চ শক্তি এই কলিকালে হোলো সততা।
ওটা আঁকড়েই চরম মূর্খও পার করে সব সমস্যা।

মূর্খ সর্বদা তার চারিদিকে তৈরী করে কাঁচের দেওয়াল।
যাহা মিথ্যা দিয়ে তৈরী তাই সদা সৎকে রাখে ব্যস্ত ছুঁড়ে ইট মারার খেয়াল।

কোন শক্তির সাথে কোরো না আপোশ রাখিতে সত্য।
কারণ ধর্ম সর্বদা সাথ দেবেই যে ছুঁড়ে দূরে ফেলে অসৎ অসত্য।