কৃঞ্চনগরের বারোদোলের মেলা।
শুরু হয় রামনমমীর দিনের বেলা।
কৃঞ্চচন্দ্রের রাজবাড়ীতে বারো কক্ষে বারোটা দোলনা সাজানো।
সবেতেই থাকেন রাধাকৃঞ্চ,চোখ জুড়াবে নিশ্চিত মেনো।
তথায় যখন যেতেম মোরা মা থাকত লিডার আমাদের।
কত বায়না আমার আর বোনের, সব মেটাত ঐ মা-ই মোদের।
বাড়ি ফিরেও আবার গেছি প্লাস্টিক ঘড়ির টানের চোটে।
কি জানি কি ভাবেতে পয়সা থাকতো মায়ের কাঁখে।
আজকের এই মাতৃ দিবসে, তোমার কথা খুব মনে পড়ে।
ধুর পাগলা নিজেরে বলি মা তো মোর সঙ্গে সদাই থাকে।