কে বোলেছে তুই বেঁচে আছিস?
তুই কবেই তো মরে গেছিস।

প্রমাণ দে তা হলে তুই বেঁচে।
দেখি তুই কি ভাবে দিস প্রমাণ সবে।

আসলে অন্যের তরে থাকাকে বলে বাঁচা।
শুধু নিজের শরীর থাকলে সেটা নয় বাঁচা।