চালাকরা আজ আমার মতো,
বোকা খোঁজে অহরহ।
সবজানতা গামছা ওয়ালা,
আমায় বানায় খোরাকের পেয়ালা।
ভোরে উঠেই একজনে বলে,
দুষ্টজনেরা সব বদলে গেছে।
এবার নাকি দেশ বিদেশের,
সীমান্ত বলে আর কিছু নাহি রবে।
মানুষ,পশু যখন ইচ্ছা যেখানে,
খুশিতে,জাবে আসবে।
এইনা শুনে আমার বোকা মন আননন্দেতে টগবগে।
গীন্নীরানি হঠাৎ এসে বললে আজ বোকা বনলে পয়লা এপ্রিলে।