এ কোন সাধু যে ক্রোধ পারেনা সংযমে।
বহে যায় প্রাকৃতিক টানে রেগে যায় ক্ষণে।
জীবনের এই পরীক্ষামূলকতা হারায় সাধুকে।
চাই আরও ধৈর্য্য চাই উচ্চ সাধনাপ্রাণ থেকে।
ঐ প্রকৃতিরে জেতা নয় অত সহজ।
জিততে হবে প্রকৃতিকে করে বশ।
এর একই উপায় করতে হবে ক্রধেরে বশ।
চরম অবহেলিত মনে হলেও নিজের ক্রোধের রাশ।