'''''''''''''''''''''''''''''আঁচলাকাশ'''''''''''''''''
তুমি কি আজও রাতে আসবে মা?
তোমার কাপড়ের গন্ধ কি ছড়াবে না?
সেদিন রাতে যখন তোমার শ্বাস আটকাচ্ছে।
অক্সিজেন সিলিন্ডারটা ক্রমে ক্রমে ফুরাচ্ছে।
মামা উদয় হল দেবদূতের মত।
নতুন সিলিন্ডার এলো সঙ্কট গত।
তখন ফুসফুসের কার্যকারিতা দ্রুত কমছে।
অক্সিজেন সিলিন্ডার কি বা আর করবে?
শেষে এল সেই চরম মুর্হুত, আত্মা দেহ ত্যাগ করল।
ক্যালেন্ডারের ঐ দিনটা, ক্রমশ ফিকেও হল।
দখিনের জানালা দিয়ে দেখি রাতের আকাশ।
কি জানি কবে ওখানে গিয়ে পাব তোমার আঁচলাকাশ?