আজ চলেছি ইংলিস চ্যানেল পার করে ডাউন থেকে ক্যালিস।
গন্তব্যস্থল আমাদের প্যারিস।
এই মেগা ক্রুজ করিছে বহন শত শত মানব ও বহু বহু বড় বাস ও গাড়ি।
বহু জন উইন্ড স্ক্রিন দিয়ে দেখতে ব্যাস্ত সী গালদের উড়ান এ এক আজব সমুদ্র পাড়ি।
যেদিকে চোখ যায় নীল জলরাশি অসীম।
দুঘন্টায় এই ক্রুজের পৌঁছাবে ফ্রান্সের ক্যালিস যেমন।
প্যারিস পৌঁছনোর উদ্দেশ্য নৈশ ভ্রমণ।
মনে আছে এ্যান ইভনিং ইন প্যারিস দর্শন।