জানলা দিয়ে তাকিয়ে দেখি।
রোদ উঠেছে মেঘকে দিয়ে ফাঁকি।


দখিন কোনের হলুদ গৃহে,
লাল করবি ছাদের টবে।

তাল সুপারির গাছের মাঝে,
নকল আগুন ঝরায় তাতে।

তুলসি টগর রোদ পোয়াচ্ছে।
ঢেরস জবা সব লুকিয়ে দেখছে।