সেদিন বৈকালে উঠিনু মম ছাদে।
গগনের পানে দেখি এক হাওয়াই শকট ভাসে।
কি জানি কত শত মাইল অতিক্রম করিছে শকট।
সুউচ্চ প্লেন কোথা যায় করিয়া শব্দ বিকট।
সেই প্রাচীন পক্ষীরাজের আমল থেকে আজ পর্যন্ত।
মানুষের গগনে গমন যেন এক অতীব আনন্দ।
এরোডাইনামিক্সের এ এক মহান খেলা।
মানুষ পারে না এমন খেলারে অবহেলা।
বাষ্পীভূত খনিজ তেল যারে বলে গ্যাসোলিন।
আমি বসে খুঁজি বর্তমানের প্লেন আর পক্ষীরাজের মিল।