মেনে নেওয়া অবাধ্যতার চেয়েও কঠিন।
এ এক মহান ভীষন কঠিন সাধনা সমান।
না বলা খুবই সহজ কিন্তু হাঁ বলতে লাগে দম।
ঠিক যেরকম কম কথা বলা বা আত্মপ্রতিষ্ঠায় লাজুক মন।
বাতাসের কিছু অংশই প্রাণবায়ু অক্সিজেন।
কিন্তু অদৃশ্য বাতাস ভাবে সেই করিছে প্রাণ সিঞ্চন।