বাইশ তুমি বাইশে শ্রাবনের মত চলে গেলে।
তুমিই প্রথম করোনা মুক্তির স্বাদ দিলে।
যদিও তুমি এক যুদ্ধ শুরুর ইতিহাস।
দুর্গা পূজার ইউনেস্কোর মান্যতার বাজিমাত।
অনেক দুর্নীতিকে সামনে আনার সাহস।
মসনদের শহরে কৃষক দের জয়ের আস্বাদ।
তুমি নিজে জোড় সংখা হয়েও বহু বিয়োগ দিলে।
বিশ্বকাপ ফুটবলের মজার সাথে পেলেকে কেড়ে নিলে।
দিয়ে গেলে দুধের স্বাদ ঘোল দিয়ে বন্দে ভারত।
আশা পুঁতে মনে পাঠালে বিজোড় তেইশ এর জগত।