ডাক্তার না ইঞ্জিনিয়ার?
এটা সর্বকালের কোয়েশ্চনার।

এরা আসলে একে অপরের পরিপুরক।
ভাবো টেকনোলজি ছাড়া ডাক্তারি সম্ভব?

তাই আজ এই ইঞ্জিনিয়ারস্ ডে তে সবারে প্রণাম।
তোরা ডাক্তার আমরা ইঞ্জিনিয়ার,আর "সবেও" মহান।

সমগ্র মানবজাতির একই গুরুত্ব।
কেই আজ নয় ছোট বা কেউ বড়।

প্রনমি সবারে এই প্রকৃতি সৃষ্ট জীব বা জড়ে।
তোমরা আজ ছিলে থাকবে আমার অন্তরে।

15th September Happy Engineers Day.