শোনো শোনো খোকাখুকি শোনো দিয়ে মন
পাঁচুরাম গায় গান করে আলাপন।
বলি আজ খোলাখুলি তোমাদের কাছে
পৃথিবীর আয়ু মোটে কটা দিন আছে।
ধীরে ধীরে সবকিছু যাবে রসাতল
বাড়ি-গাড়ি, টাকা-কড়ি হারাবে সকল।
মাঠে ঘাটে হবে না‍‍'কো ফসলের চাষ
সবখানে দেখা যাবে পলিথিনে গ্রাস।
কুহু কুহু ডাকবেনা ফাগুনী কোকিল
খরায় শুকিয়ে যাবে মাঠ, ঘাট, বিল।
সবুজে সবুজে ভরা রাশি রাশি জমি
অনাবৃষ্টিতে সব হবে মরুভূমি।
কথাগুলি শুনে বুঝি মনে জাগে ভয়
না জানি ঘটলে পরে কেমনটি হয়!
তোমাদের কাছে তাই বলি জনে জনে
একবার ভেবে দেখো, ভাবো মনে মনে।
বাঁচাবারে চাও যদি সাধের ভূবন
প্লাস্টিক ব্যবহারে হও সচেতন।
ঘরে ঘরে, দোরে দোরে করো গো প্রচার
জাগাও তাদের মনে সুবোধ বিচার।
যত খুশি তত করো বৃক্ষরোপণ
এভাবেই কমে যাবে অনেক দূষণ।
বিপদের মুখে আজ ধরণীর জান
তাই আজ করো পণ হও আগুয়ান।

-----------------
০৫/০৬/২০১৮
ডালখোলা, উঃ দিনাজপুর