ঐ দেখা যায় মন্টু মিঞার বাড়ি
খেঁজুর গাছে বাঁধছে দেখো হাঁড়ি।
ও চাঁচা গো করছো তুমি একি
গাছের মাথায় রসুই করবে নাকি?
হাসির চোটে মন্টু চাঁচা বলে
পড়ব বুঝি ধপাস্ করে তলে।
বোকা ছেলের কান্ড দেখো সবে
গাছের মাথায় রসুই কেন হবে!
খেঁজুর গাছে বাঁধলে হাঁড়ি তবে
নলেনগুড়ের পায়েশ খেতে পাবে।
সেদিন থেকে রোজ সকালে এসে
দাওয়ায় বসি পায়েশ খাওয়ার আশে।
চাঁচা আমায় বড্ড ভালোবাসে
তাইতো সেদিন পায়েশ রাঁধতে বসে।
কেমন যেন সেই পায়েশের ঘ্রাণে
আজব নেশা মাতিয়েছিল প্রাণে।
মনের আশা মিটিয়ে বেশ করে
আসি এবার মানিকগঞ্জ ঘুরে।
বছর কুড়ি কেটে গেলো কোথা
মনে পড়ে মন্টু মিঞার কথা।
ঝিঁঝিঁর ডাকে সন্ধ্যে গড়িয়ে রাতি
চাঁচার ঘরে জ্বলে কি আর বাতি!
পুকুরপাড়ে সেই তমালের সারি
আবার যাব মন্টু মিঞার বাড়ি।
------------------
২৯/০৪/২০১৮
কল্যাণী, নদীয়া