কানু নামে ছেলেটি        কাজ করে হোটেলে  
            প্লেট ধোয় বাসন মাজে।
বয়স তার বেশি নয়         পরেছে বারোতে
         পেটের দায়ে লেগেছে কাজে।
বাবা তার দিনমজুরে           মা গেছে মরে
              বড় অভাব সংসারে।
পড়াশোনা হয়নি                ইস্কুলে যায়নি
                 অভাবের তরে।
কাজের ফাঁকে সে             দেখে একমনে
             কত ছেলে যায় ইস্কুলে।
ভাবে সে থাকলে টাকা  কিনে ব্যাগ বই খাতা
                 যেত ইস্কুলে।
ইস্কুল ছুটি হলে           অপুদের আমবাগানে
                  আম কুড়াতো।
বাড়ি ফিরে লাটাই নিয়ে   চন্ডীর মাঠে গিয়ে
                  ঘুড়ি ওড়াতো।
সবই স্বপ্ন যেন                লাগে তার মনে
    ইচ্ছাগুলি কবর দিয়ে মন দেয় কাজে।
আজকের দিনেও            শিশুশ্রম অভিশাপ
                আমাদের সমাজে।
দেশের ভবিষ্যৎ আজ     শিশু, তরুণ সমাজ
                যারা দেশের বল।
তাদের হেন অবস্থায়         প্রগতি হবে ক্ষীণ
                দেশ হবে দুর্বল।

-----------------
১৬/০৮/২০১৬, কল্যাণী