লাজুক লাজুক নয়ন সাজে
কাজল কালো রঙে,
বাজে রে বাজে সানাই বাজে
মনের দু-কূল ভাঙে।
কন্যা এবার বন্যা চোখে
যাবে শ্বশুরবাড়ি,
নতুন করে ঘর সাজাবে
মায়ার বাঁধন ছাড়ি।
ছলাৎ ছলাৎ বুকের পাশে
বেদনা স্রোত চলে,
ভাসে রে ভাসে দু'কূল ভাসে
মায়ের নয়নজলে।
বাপের হৃদয় বাঁধ মানে না
সুজন বিনে যাপন,
আপন সবে পর হবে আজ
পর যে হবে আপন।
পলক পলক শেষ হল গো
খুকির ছোট্ট বেলা,
দেখো রে দেখো সবাই দেখো
কান্না হাসির খেলা।
-----------------
৩১/০৫/২০১৮
শিমুরালী, নদীয়া