রিম্ ঝিমা ঝিম্ বৃষ্টি পড়ে
সকাল দুপুর সাঁঝে,
তার সাথে ঐ বজ্রধ্বনি
গুড়ুম্-গাড়ুম্ বাজে।

হিমেল হাওয়ায় শীতল হল
জষ্টিমাসের বেলা,  
আর কটাদিন পরেই হবে
জামাই জামাই খেলা।

আম কাঁঠালের গন্ধ দেবে
বাতাস পানে পাড়ি,
সে ঘ্রাণেতে বাড়বে যত
মাছির বাড়াবাড়ি।

আশায় আশায় থাকবে শ্বশুর
পথের পানে চেয়ে,
এবার বুঝি জামাই বাবা
আসবে কন্যা নিয়ে।

মিঠাই হাতে নতুন জামাই
আসবে শ্বশুরবাড়ি,
সাজবে পাতে মন্ডা মিঠাই
খাদ্য রকমারি।

তাইতো বলি বনমালী
আদর যদি চাও!
থাকতে বেলা পাত্রী খুঁজে
টোপর পরে নাও।

---------------
২২/০৫/২০১৮
কল্যাণী, নদীয়া