যদি হই কৃষ্ণচুড়া ঐ নির্জন পথের ধারে
সাজিয়ে দেবো তারে আমি ফুলের বাহারে।

যদি হই ধবল বলাকা  শিমুল শাখার নীড়ে
খুশি আমি উড়ব সিঁদুরে মেঘের ওপারে।

যদি হই কচুরিপানা মরা যমুনা বা মতিঝিলে
ভাসব মহাসুখে জ্যোৎস্না রাতের রূপোলী জলে।

যদি হই শুভ্র সাপলা কালো দিঘির জলে
পাঁপড়ি মেলে দেখব জ্যোৎস্না, বাতাসে দুলে।

যদিবা হই কোনো বটবৃক্ষ নির্জন তেপান্তরে
প্রতীক্ষা করব আমি ক্লান্ত পথিকের তরে।

না হয় কোনো নদী বরেন্দ্র, মালভূম বা রাঢ়ে
বইব চঞ্চল বেগে নির্মম শুষ্ক ভূমির বুক চিরে।

--------------
১১/১১/২০১৬, কল্যাণী