হৃদয়ের কোণে থাকা একান্ত আপন
যখন নিজেকে হারিয়ে ফেলে
কিঞ্চিত্ স্বার্থের মাঝে, তখনই
সকল কম্পাঙ্ক ছাপিয়ে যায়
বেদনার রিখটার।
আমার আগ্নেয়শিলার হৃদয়
ভেঙে চুরমার হয়
হাজারটা ডিনামাইটের
অজস্র আঘাতে আঘাতে।

কেন জানি না
জানালার কাঁচ বেয়ে ঝরে পড়া
স্বচ্ছ বৃষ্টিবিন্দুর মতো
দু-ফোঁটা অশ্রু কিছুতেই ঝরাতে পারি না!
কেবলই যেন...
মনে হয় মৃতপ্রায় নদীটির মতো
মিলিয়ে যাচ্ছি, শুকনো বর্বরতার মাঝে
অবিরত, অনর্গল।
আমি আজও প্রতিদিন প্রতিরাত
একসাহারা শুকনো বালুচোখে
চেয়ে আছি পিপাসার্ত চাতকের মতো।

আমায় দু-ফোঁটা অশ্রু দাও
হে ভগবান!

*********
৩০/০৮/২০১৯
কল্যাণী, নদীয়া