কত না বার জেগেছি আমি
স্তব্ধ শীতল নীরব রাতে,
কত না বার ভেবেছি তোমার
হাত রেখেছ এই হাতে।
তবে কেন এই রাত্রি যাপন
একলা একা মলিন চোখে,
তোমার আশায় ডুবে আমি
মন যমুনার অগাধ পাঁকে।
আশায় আশায় মনের মাঝে
আশার ঘাসের প্যাঁচে প্যাঁচে,
বেঁধেছিলেম এক বাবুই বাসা
আজকে তা যে আশায় পচে।
আজকে যখন শখের বাবুই
বাঁধছে বাসা আরেক ডালে,
মন রে তুই করলি কি ভুল!
তোর বাসা যে ঝড়ে দোলে।
এখন শুধু জোনাকিটা
রইল সাথীর ছলে,
সেও দেখি অকাল কালে
টিমটিমিয়ে জ্বলে।
-------------
০৭/০৩/২০১৮
কল্যাণী, নদীয়া