পাতাগুলো ন’ড়ে ওঠে
শুকনো পুরনো ঝরা পাতা
তুমি গহিনে লুকিয়ে ব’সে
নৈঃশব্দের একতারা বাজাও
কুড়ানিরা তুলে নেয় ঝুড়ি ভরে
স্মৃতি
স্বপ্ন
পাওয়া
না পাওয়া
একটি একটি ক’রে
ঝ’রে ঝ’রে পড়ে আবার
আবার
বসন্ত থমকে থাকে
কোকিলেরা উধাও
কেউ তো দাঁড়িয়ে নেই
কিছু শুকনো ঝরা পাতা
তুমি নৈঃশব্দ বাজাও
পাতাগুলো ন’ড়ে ওঠে।