মানুষ মানুষের কাছে এসো না
মানবতা পাঠাও শুধু ।

নষ্ট দেহ
নষ্ট মনন
স্খলনে স্খলনে মানুষের ভিড়
মানবতা লুকিয়ে ব্যাঙ্গ করেছো মানুষে মানুষ সভ্যতায়,
কতখানি সুখ; অসুখে মোড়ানো মনুষ্যত্ব !

পৃথিবী-মায়ের আর্তনাদে হেসেছিলে বলে-
নষ্ট শরীরে অমানুষ কীট; রূপান্তর,
প্রকৃতির কোলে উচ্ছিষ্ট আজ ঘরবন্দি।

মানুষ মানুষের কাছে এসো না

তপ্ত জীবনে বহে ফুল্কি; মানবিক দায় !
মানবতা পাঠাও শুধু

সব মানবতা একসাথে মিলে প্রকৃতি হই
জীবনে জীবনে মানবেতর হই ‘মানুষ’।