দরজা বন্ধ করে জেগে আছো গভীর
বাইরে আমি অন্ধকার গুনি
গহীন অন্ধকার ঘুম হয়ে লেপ্টে থাকে গায়ে
বৃষ্টিছাঁটে ভিজে ভিজে ছড়ায় স্যাঁতস্যাঁতে কালো রঙ
হারিয়ে ফেলি আলো
আলোর মতন মুখ তোমার; অনিন্দ্য
দরজার ওপারে
তুমি-
দরজা বন্ধ করে জেগে থাকো গভীর।

আমি
অর্থ বুঝিনা আজও !