৭১ লুট হয়ে গেছে। পতাকা লুট হয়ে গেছে।
মুক্তিযুদ্ধ লুট হয়ে গেছে মুখোশে মুখোশে।
ত্যাগের পতাকা মুক্তির পতাকা স্বাধীনতার পতাকা
যা ছিলো হৃদয়ের আকাশ; স্পন্দনের শ্যামলিমা,
আজ তা দুর্বৃত্তের কপালে টাঙ্গানো উল্টো ভাষণ;
নিগ্রহ লাঠিতে ওড়ানো সন্ত্রাসের পবিত্র মুখোশ।
মুখোশে স্বপ্নের রঙ;
আঁকে গ্রাফিতি
দেয়ালে রঙিন রঙিন কাশফুল!
রঙিন কাশফুলে শরীর ঢেকে কোমল-মানুষেরা বিভ্রান্ত মিছিল;
অন্ধকার তাড়ায়।
তাড়ায় মুক্তির স্তম্ভ, তাড়ায় পিতার স্তম্ভ, তাড়ায় স্বাধীনতার স্তম্ভ
হৃদয়ের যত গান জাতিসত্তার প্রাণ
মুখোশেরা লুটে নেয় সব।
মুখোশেরা বৈষম্যের নামে সভ্যতা ভাঙে
মুখোশেরা অনাচারের নামে আরাধনা পোড়ে
মুখোশেরা বিচারের নামে অসম্মানের উৎসবে মাতে
জীবন জীবিকায় আগুন জ্বেলে নয়ন-জলে মুখোশ পরায়।
মুখোশ বাড়ে।
মুখোশে মুখোশে ঢেকে যায় মুখ,
মুখশ্রী, নির্মল চোখের হাসি, কান্না, কাজলের রঙ।
মুখোশেরা লুটে নেয় সব!
হারিয়ে ফেলি প্রেম।
দিনে দিনে হারাতে থাকি বন্ধু, প্রতিবেশী, সমাজ
আর প্রিয় স্বদেশের মুখ।
বেরিয়ে আসি পথে; আমিও মুখোশ খুঁজি ।
কাশফুল-সাদা মুখোশের খোঁজে
পথে
নেমে
হেঁটে
যাই
নিজ ভূমে মুখোশ-হীন এক এলিয়েন!