(০১)
সোনালী বিকেল
গাছে বউ-কথা-কও ডাক
বাতাসে আগুন

(০২)
ঝিরঝিরে হাওয়া
চাঁদের গায়ে মেঘ আঁচল
স্মৃতিরা পাতা

(০৩)
পাতায় পাতায় হিম
পাখিরা দূরে মাঠে
খড় জ্বালিয়ে ওম

(০৪)
কোকিলের কুহু
গাছতলায় শুকনো পাতা
ধুলোমাখা ঝড়

(০৫)
ঝড় থেমে গেছে
পাপড়ি থেকে মুক্ত জল
বিকেল পালিয়ে

(০৬)
সন্ধ্যা কুড়িয়ে
ঝিঁঝিঁ ডাকা অন্ধকার
কে যেন হারায়

(০৭)
গোপনে প্রহর
মিটিমিটি জোনাকি
লুকোচুরি ভয়

(০৮)
এক টুকরো সন্ধ্যা
ফেলেআসা পথ চেয়ে
শান্ত জলে ঢিল

(০৯)
খরায় ফাটা মাঠ
চোখেরা তীক্ষ্ণ খোঁজে
বাতাসে মাছি

(১০)
তীক্ষ্ণ আলো-তাপ
পাথুরে বালিতে ফুল
মেঘেরা বৃষ্টি

(১১)
কুয়াশায় সকাল
ক্ষেতে নাড়া পোড়ে কেউ
শৈশবের উত্তাপ

(১২)
দিন শেষে সন্ধ্যা
দু’হাতে কঙ্কণ বাজে
পথ চেয়ে ব’সে

(১৩)
ঝ’রে পড়ে হিম
বাতাসে ছড়িয়ে ঘ্রাণ
শিউলী তলায় কেউ

(১৪)
রোজ বৃষ্টি নামে
চোখ চেয়ে থাকে জানলায়
ঠোঁটে কান্নার দাগ

(১৫)
শিশির মাখা ভোর
বাইরে কুয়াশায় ভেজা
ভিতরে জ্বলন

(১৬)
বকুল মালারা
রোজ লাল বাতির অপেক্ষায়
তুমি পাশে নেই

(১৭)
রাখালিয়া সুর
মেঠোপথ; ফিরে আসা
চোখে অপেক্ষা

(১৮)
ঘন কুয়াশা
নীলের স্বচ্ছতা ভাঙে
চেনা মুখ হারায়

(১৯)
বসন্ত বাতাস
ফাগুন বাসন্তী ওড়ে
পাতা ঝ’রে যায়

(২০)
সর্ষেফুলের দিন
হাঁটু–কাদায় মাছ ধরা
ভাপা-পিঠার ঘ্রাণ