চোখে প্রজাপতি এঁকে
ফুলে ফুলে রঙধনু তুমি

তোমার বর্ষার উঠোনে  
অবেলার জাগরণ
পোয়াতি প্রেম
প্রত্যাশার চারায় একটি দুটি কুঁড়ি

আমি চেয়ে রই
প্রবাহিত পদচিহ্ন
গন্তব্যের ছায়া খোঁজে

যেতে যেতে তুমি পিছনে ফিরে
দেখো আমায়
আর আমি দেখি
পশ্চিমের কপালে সূর্যাস্তের টিপ।