(০১)
জানলায় আলোর ঝড়
বাইরে স্নিগ্ধ ঝরা ক্ষণ  
অন্ধকারে চাঁদ

(০২)
ওপারে চেয়ে
ভবিষ্যৎ দেখ তুমি
আর আমরা অতীত

(০৩)
নিদ্রাহীন আলো
সরিয়ে মেঘের আঁচল
চেয়ে থাকে রাত

(০৪)
জলে ভাসে চাঁদ
গোপনে পালানো মেঘ
মন হারানো ক্ষণ

(০৫)
আকাশ অন্ধকার
শূন্যতায় ভাসে রাত্রি
করতলে চাঁদ

(০৬)
চাঁদ নেই তারা নেই
সুবাসিনী অন্ধকার
জ্বলে ওঠা রাত

(০৭)
বৃষ্টিঝরা দিন
মেঘেরা ঢাকে সূর্য
সান্ধ্য অভিমান

(০৮)
অন্ধকারে হিম
জলেতে ঝরাপাতা
চাঁদ চেয়ে দেখে

(০৯)
অন্ধকার জ্বলে
নেভাতে পারেনা চাঁদ
স্থির চেয়ে থাকা

(১০)
হাহাশূন্যতা
অন্ধকার জাগে আলোয়
স্তব্ধ মুহূর্ত