নিঃশব্দের উৎসমূলে, স্বপ্ন ছোঁয়ার বৃথা চেষ্টা নয়,
থমকে যাওয়া সমাজ, জাগিয়ে তোলার বার্তা চায়।
অনেকদিন তো মৃত মানুষের ভূমিকায় অভিনয় হলো,
সময়ের সাথে, বয়সগুলো তো অনেকটাই বেড়ে গেল,
এবার জেগে উঠে দেখ, পরিবেশ কতটা পাল্টে গেছে,
চারপাশে যারা ঘিরে আছে, তাদের কি মানবিক লাগছে?
তোমরা তো মৃত নও, এক একটি ঘুমন্ত আগ্নেয়গিরি,
এবার জাগাও, সযত্নে লালিত অন্তরের বিবেকগুলি,
দেখ উপেক্ষা করাটা, কতটা সাংঘাতিক হয়ে গেছে,
আজ না জাগলে, আর কবে নিষ্কলঙ্ক পৃথিবী গড়বে?
এখন সংঘবদ্ধ হয়ে, বুদ্ধিদীপ্ত পদক্ষেপ করার সময়,
না হলে, পরবর্তী প্রজন্মকে, কি সমাজ উপহার দেবে?