বিরাগভাজন হওয়ার থেকে
বুঝদার আগেই সরে আসে,
কিছু মানুষ তাও তো পিছু ছাড়ে না
শেষে যখন আর উপায় থাকে না,
দেওয়ালে পিঠ ঠেকে গেলে,
আত্মরক্ষার্থে যেতে হয় প্রতি আক্রমণে।
ইচ্ছের বিরুদ্ধে যেতে মন চায় না
অন্তরের বিক্ষোভ হার মানতেও চায় না,
প্রবল প্রতিপক্ষের সম্মুখীন হলে
অন্তিম প্রচেষ্টা, আপোষে মিটিয়ে নিতে।
কিন্তু ক্ষতবিক্ষত হয়ে ধুঁকতে ধুঁকতে
অনেকেই পরাজিত তকমা নিয়ে ফেরে।
জীবন একটাই, সংগ্রাম প্রত্যেক মুহূর্তে
কালের যাত্রায় নির্বিকল্প অন্তিম, ঘড়ি ধরে,
এর মধ্যেই ইচ্ছা অনিচ্ছা আশা আকাঙ্ক্ষা
চরম অনিশ্চয়তার সাপ লুডো খেলা,
প্রতিদ্বন্দ্বীদের তীক্ষ্ণ দৃষ্টি সততই টেনে নামানোয়,
কত আর বাঁচিয়ে চলা যায় নিজেকে?
কবিতায় উচ্চারিত
মানব মনের অভিষেক...
সাধু সাধু***
হোক বিবেকের জয়!
চলতে হবে দৃষ্টি রেখে প্রখর অবিরত
সত্যি এই জীবন যে এক সর্প লুডোর মতো!
জীবন মানেই সংগ্রাম
বেঁচে থাকলে নাম
মরলে আর খোঁজ নিবে না সাধের ধরাধাম।
তাই মরণের মাঝে বেঁচে থাকাই হোক জীবনের সংগ্রাম।
অনেক সুন্দর কবিতাটি সম্মানিত কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সদাই আছে ভয়
অন্যের দ্বারা পেষণ জীবন
হচ্ছে নয়ছয়...সুন্দর জীবনবোধ...ভালোলাগায় রেখে গেলাম সোনালী রোদ।
ভালো থাকুন দাদা।অখিল শুভেচ্ছা রইল।
শুভকামনা অনিঃশেষ প্রিয় কবি।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।
খুব, খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
জীবনবোধের , অপূর্ব কাব্য ! মুগ্ধ ।
শুভসন্ধ্যা , প্রবুদ্ধ প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা, শুভকামনা জানাই , ভাল থাকুন সদা ।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচছা, প্রিয় কবি।
আপনার লেখায় কিন্তু সবসময় আমি হিরে মানিক রত্ন খুঁজি। মনে হয় সেটা আমার খুব বেশী অন্যায় নয়।