সম্পর্ক, তুমি বড্ড ঠুনকো!
ছোট্ট একটা ঠোকায়
হও টুকরো টুকরো,
তারপর বিপরীত দুই মেরুর জোড়াতালি,
কখনোই বাজে না এক হাতে তালি,
তবুও সেই সম্পর্কের ফোটা ফুলটার অনুঘটক,
হয়ত ভ্রমরের মতোই বাঁধনছেঁড়া কোনও উপযাচক।
কখনও কেউ কারও জন্য নয়,
কখনও কেউ সবার জন্যই হয়,
যার সব ভালো, তারই শুধু ভালো হয়,
একটা সাচ্চা বন্ধুত্বের সম্পর্ক থাকলেই, বিশ্বজয়ী।
অহরহ সম্পর্কের টানাপড়েনে নিরুৎসাহিত সাক্ষীরা
উদাহরণ হতে পারে, শুধুই মরুভূমির কাঁটা ঝোপের।
অন্যমনস্কতার সারারাত, একটা ছোট্ট ভুলের হাত ধরে,
বিশ্বাসের ভিত টলমল, ইচ্ছেটাই তখন অস্তাচলে,
কেন যে উচ্ছ্বসিত তারপরেও?
সব শেষ হয়েও, শেষ তো আর হয় না,
জীবনধারণের চাহিদা পূরণে
হিসেব জলাঞ্জলি দিয়ে, মন চলে নিজস্ব অনুভূতিতে।
সারাটা জীবন, যদি গেল গেল করে হাহাকার ওঠে,
সেই উষ্ণ প্রস্রবণে গলা ডুবিয়ে দীর্ঘায়ু হতে পারলে
নিকট থেকে অতি নিকট সম্পর্কগুলো
ক্রমশই সুখস্বপ্নের বদলে দুঃস্বপ্ন উপহার দিতে থাকে।
একমাত্র রূপালী রেখা, প্রকৃত বন্ধুর সংস্রবে,
বিঘ্নগুলো তুড়ি মেরে উড়িয়ে দিলে........