এক মুঠো জুঁইফুল, ছড়িয়ে দিলাম
উঁচু পাহাড়ের চূড়া থেকে,
হঠাৎ একটা ঝোড়ো হাওয়ায়
সেগুলি ভেসে চলল সুগন্ধ ছড়িয়ে,
নদ, নদী, শষ্যক্ষেত্র, ধু ধু প্রান্তর পেরিয়ে
জনপদের প্রতিটি গৃহ স্পর্শ করে....
সুগন্ধি ঘ্রাণে জাগ্রত শারীরিক কামনা বাসনারা
সুপ্ত দরজা খুলে বেরিয়ে এল।
আজ রাতের চাঁদটা একটু বেশীই ঝকঝকে,
কোথায় যেন দ্রিম দ্রিম সুরের মায়াজাল,
আবেশ ছড়িয়ে যাচ্ছে শিরায় উপশিরায়।
কোনও এক অদৃশ্য আকর্ষণে
স্বপ্ন ভঙ্গ হওয়া নির্ঝর ছুটে চলল আপনবেগে।
মোহময়ী প্রকৃতির নিরন্তর কর্তব্যপালনে
নৃত্যরত নটরাজের নৃত্যের তালে তালে,
আনন্দ উল্লাসের নান্দনিক সমারোহ বৃক্ষ সমূহে।
ভগ্ন প্রাসাদের উন্মুক্ত বাগিচায়,
নির্ভীক দুই রাজগোখরো
নিজেদের তৃপ্তির, সৃষ্টিসুখের উল্লাসে রত।
রজনীর কুহকিনীরা সর্বোচ্চ আকাঙ্ক্ষায়
অতৃপ্ত বাসনার মুহুর্মুহুঃ ছোবলে শঙ্কিত,
অপ্সরীরা নৃত্যরতা, কোনও তপস্বীর ধ্যানভঙ্গের ব্রতে।
মৃদু সমীরণে সেই জুঁইফুলের সুগন্ধে,
অন্তরাত্মা শিহরিত হতে লাগল প্রতিটি পলকে.........।
দারুন আবেশ ময় এই কবিতা।
কেমন যেন নেশা লাগে।
ভালো থাকবেন। রক্তিম শুভেচ্ছা ।
শুভেচ্ছা অন্তহীন কবি।সতত শুভকামনা।
মিঠা আতরে ভরে যাক শ্বাসে-নিঃশ্বাসে...সুন্দর কাব্যিক প্রকাশ।
ভালো থাকুন দাদা।শুভেচ্ছা রইল এক আকাশ।
প্রকৃতির কথা গোপনতা সে ধারাতে পায় সুখ।
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
সমকালীন দেশ ও সমাজ ভাবনায় দুর্দান্ত পরিবেশনে একটি অপূর্ব মননশীল কবিতা। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
করে গেলেন সম্মানিত কবি।
কবিতাটি পাঠ করে বেশ মুগ্ধ হলাম।
ভালো থাকুন,শুভকামনা রইল।
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা রইল।
কত না সুন্দরে রূপক কল্পনায় মনের ইচ্ছা ব্যক্ত , অপূর্ব কাব্য প্রকাশ ,মুগ্ধ !!
শুভসন্ধ্যা , হার্দিক শুভেচ্ছা , শ্রদ্ধা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
সুন্দর শব্দ চয়নে অনুভূতির এক অপূর্ব মায়াজাল সৃষ্টি হয়েছে কবিতায়! দারুণ !!
অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
খুব ভালো লেগেছে, শুভেচ্ছা শুভ কামনা রইল ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন ।
শুভেচ্ছা সতত।