এক একটা দিন চলে যায় বিস্মৃতির অতলে
ঢেউ ওঠে না নিস্তরঙ্গ জীবনে,
এক একটা স্বপ্নও মনে রাখা হয় না
অপ্রাসঙ্গিকতার কারণে।
জীবনের মানে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে
মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা খাদের কিনারাতে!
সুউচ্চ দেবদারু গাছগুলোর
গুঁড়ির ব্যাস শুধু বাড়ে বয়সের সাথে।
নিজের ইচ্ছের টুঁটি চেপে অপেক্ষায়
সৃষ্টিশীল অনাসৃষ্টির অনন্ত অম্বুধির তীরে,
কিংবা মরেও বেঁচে থাকা মিশরের মমি হয়ে..
সেও তো ভালো ছিলো অনামী আগাছার থেকে।
তবুও রোজ ভোরে সূর্যোদয় সাথে,
যখন ব্যাপ্ত চরাচর ব্যস্ত থাকে ঈশ্বরের আশীর্বাদ নিতে,
অবচেতন মনটা কি একবারের জন্যও হয় না দুর্বল
ঐশ্বরিক সুগন্ধে ভরা এক বুক নিঃশ্বাস নিতে?
কত কিছুই তো দেখা হয়নি, হয়তো হবেও না।
আবার কিছু দেখা হতেও পারে। এই আশাতেই জীবন চলে বোধহয় !
খুব ভালো লাগলো, যেন আত্মউপলব্ধির কথা।
অনেক শুভকামনা রইলো প্রিয় কবি।
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা রইল।
সব তারার আলো পৃথিবীতে আসেনি
সব ফুল আজো ফোটেনি
পৃথিবীর সব এখনো চোখ মেলে দেখিনি
সব গান আজো সোনা হয়নি
তবু জীবন বয়ে চলেছে
টিক যেন নাম না জানা এক নদী
একদিন নিশ্চয় খুঁজে পাবে সে ঠিকানা
পায়ে পায়ে পৌঁছে যাবে মোহানায়
মিশে যাবে হারিয়ে যাবে
চিরদিনের জন্য অকাতরে...
স্বাদ গন্ধ বর্ণ সবটা বিলিয়ে দিয়ে
তবে যেটা পেলুম হাসি কান্নার দিন যাপন
এক চাঁদোয়ায় রঙিন ঘুটি খেলা খেলতে খেলতে
একদিন সাদা কালোর আড়াই চালে
হয়ে গেলুম এক্কেবারের জন্য কিস্তিমাৎ...
ভালো থেকো বন্ধু ... এমনি করে ভালো থাকতে হয়।।
রক্তিম শুভেচ্ছা ।
অপূর্ব বিশ্লেষণ।
ভালো থাকবেন। রক্তিম শুভেচ্ছা ।
তবুও একই মানুষ হিসাব খোঁজে পুরানো খাতায়...এরই নাম জীবন...সুন্দর বিবরণ...ভালোলাগার সাথে রেখে গেলাম নতুন আলোর হোক আগমন।
ভালো থাকুন দাদা।অবিরাম শুভেচ্ছা রইল।
একদম অনবদ্য সৃষ্টি করে গেলেন দাদস!! লিখুন আর সদা সুস্থ থাকুন।
অনেক শুভেচ্ছার সাথে শ্রদ্ধা জানিয়ে গেলাম দাদা।
শুভ নিশি যামিনী।
জীবন সার তত্ত্ব কথা , জীবন বিষয়ক জ্ঞানবান বাণী- কথা ।
সুন্দর বলেছেন , অপূর্ব জীবনবোধের কাব্য ! মুগ্ধ ।
শুভরাত্রি , শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
জীবনবোধের প্রকৃষ্ট কাব্যায়ন। পাঠে অভিভূত। অভিনন্দন, সম্মানিত কবি, My Captain.
কবিবর।
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
গভীর জীবন ভাবনার অনন্য বহিঃপ্রকাশ কবিতায়।
শুভকামনা অনিঃশেষ প্রিয় কবি।