এক একটা দিন চলে যায় বিস্মৃতির অতলে
ঢেউ ওঠে না নিস্তরঙ্গ জীবনে,
এক একটা স্বপ্নও মনে রাখা হয় না
অপ্রাসঙ্গিকতার কারণে।
জীবনের মানে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে
মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা খাদের কিনারাতে!
সুউচ্চ দেবদারু গাছগুলোর
গুঁড়ির ব্যাস শুধু বাড়ে বয়সের সাথে।
নিজের ইচ্ছের টুঁটি চেপে অপেক্ষায়
সৃষ্টিশীল অনাসৃষ্টির অনন্ত অম্বুধির তীরে,
কিংবা মরেও বেঁচে থাকা মিশরের মমি হয়ে..
সেও তো ভালো ছিলো অনামী আগাছার থেকে।
তবুও রোজ ভোরে সূর্যোদয় সাথে,
যখন ব্যাপ্ত চরাচর ব্যস্ত থাকে ঈশ্বরের আশীর্বাদ নিতে,
অবচেতন মনটা কি একবারের জন্যও হয় না দুর্বল
ঐশ্বরিক সুগন্ধে ভরা এক বুক নিঃশ্বাস নিতে?