বাঁশ বাগানের শিয়াল রাজা
সাঙ্গপাঙ্গ অনেক প্রজা,
চালাকি করাই মোদ্দা কথা
অসাধু জীবনই তাদের প্রথা।
ধূর্ত বলেই গর্ব অশেষ
এক পলকেই সব নিঃশেষ,
জালিয়াতির নেই তো শেষ
ধন্য রাজার পূণ্য দেশ।
নিয়ম নীতির নেই তোয়াক্কা
সুযোগ পেলেই ঘাড়ধাক্কা,
বাকিটা সবই সাজানো গোছানো
সময় মতো ভোল পাল্টানো।
দাবার বোর্ডে কিস্তি মাত
বলছে দুনিয়া কেয়া বাত!
কাটুক এবার অশনি রাত
চাইছে মানুষ নব প্রভাত।
নাটের গুরু মহান কেউকেটা
ঘুরছেন বিদেশ বিকিয়ে দেশটা,
বিনয়ের অবতার বিনম্র ভাষা
সমস্যার সমাধানে শুধুই ধোঁয়াশা।
দেশজ ঐতিহ্যের দফারফা,
মালিকানা বদল একতরফা,
কৌশলে হরণ ব্যক্তি স্বাধীনতা,
মর্মবেদনার প্রচ্ছন্ন পরাধীনতা।