সেই রাস্তাটার নাম কিছু ছিল না
কিন্তু হাঁটতে মন্দ লাগত না,
দু পাশের গাছের সারির মাঝখান দিয়ে,
গ্রাম্য জীবনগুলোর সাথে মিশে
আকাশকে সাক্ষী রেখে পাখির কল কাকলিতে
যাওয়া যেত দূর থেকে দূরান্তরে।
মাঝে মাঝে জীবন মনে হতো সেটাই,
যার জন্ম আছে মৃত্যু নেই,
যার শুরু আছে শেষ নেই।
তবুও দিনে দিনে বাড়ে পরিচিতি,
গ্রাম, শষ্যক্ষেত, মাঠ, চিরে
বয়ে যেত নদী, নাম মধুমতি।
সব ফেলে হঠাৎই একদিন চলে যাওয়া,
শহরের আদব কায়দায় মানিয়ে নেওয়া,
ছোট্ট ফ্ল্যাটের জীবন, তার মধ্যেই পায়চারি।
দিনে দিনে সংসারের শ্রীবৃদ্ধির মাঝে
অবচেতনে সেই পথ এখনও নিরন্তর ডাকে,
দুই বাই চারের ছোট্ট বারান্দাটাই, এখন জীবনের মানে।