ডুবতে ডুবতে খড়কুটো ধরাই যায়
কিন্তু তাতে কি মৃত্যু আটকান যায়?
তীব্র দহনের জ্বালায় জ্বলতে জ্বলতে,
কেউ যখন সমস্ত সম্পর্কের ইতি টানে,
একটা হাহাকার ভাসতে থাকে চিরন্তন!
স্মৃতিগুলো তখন বড্ড বেদনাদায়ক।
মেঘ বৃষ্টির মাঝে একটা নিটোল রোদ্দুর,
সিক্ত আবহাওয়ায় ফুটে ওঠা রংধনু,
ঝকঝকে রাতের আকাশের কালপুরুষ,
সম্মোহনের শেষ কোথায় জানে কি কেউ?
একরাশ স্মৃতির হিমালয় খুঁড়ে খুঁড়ে
কাউকে বাঁচাতে চাইলে, সত্যিই কি বাঁচে?
নিরাশা! আজ তোমাকে বলতেই হবে
তোমার জমিদারীর শেষ কোথায়?
তারপর থেকে কঠিন অনুভূতির এবড়োখেবড়ো রাস্তার
প্রতিটি বাঁকে ছড়িয়ে রাখব, শৈশবের জমানো
শত শত পরশপাথর, যা স্পর্শ করলেই বৃষ্টির মতো
ঝরতে থাকত, স্বচ্ছ নির্মল জীবনের আনন্দগুলো।
( প্রিয় কবি অন্য কাব্যগুলোতে মন্তব্য করা যাচ্ছেনা...
দয়া করে ...)
অনেক অনেক শুভেচ্ছা, প্রিয় কবি। শুভ বিকেল।
সাথে লড়ে যাচ্ছে। হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
নিঃসন্দেহে অনন্যা*****
🙏🏾🙏🏾🙏🏾
সদা ভালো থাকুন প্রিয় কবি বর।
লিখে চলুন অবিরাম আর ভালো থাকবেন সব সময়।
প্র ণাম জানবেন ছোট বোনের।
শুভসন্ধ্যা , হার্দিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা , প্রবুদ্ধ প্রিয়কবিকে জানাই । ভাল থাকুন সদা ।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।
বেশ সুখপাঠ্য লেখা। ভারী সুন্দর!
অসাধারণ সৃষ্টি। অভিনন্দন, সম্মানিত কবি।