ডুবতে ডুবতে খড়কুটো ধরাই যায়
কিন্তু তাতে কি মৃত্যু আটকান যায়?
তীব্র দহনের জ্বালায় জ্বলতে জ্বলতে,
কেউ যখন সমস্ত সম্পর্কের ইতি টানে,
একটা হাহাকার ভাসতে থাকে চিরন্তন!
স্মৃতিগুলো তখন বড্ড বেদনাদায়ক।
মেঘ বৃষ্টির মাঝে একটা নিটোল রোদ্দুর,
সিক্ত আবহাওয়ায় ফুটে ওঠা রংধনু,
ঝকঝকে রাতের আকাশের কালপুরুষ,
সম্মোহনের শেষ কোথায় জানে কি কেউ?
একরাশ স্মৃতির হিমালয় খুঁড়ে খুঁড়ে
কাউকে বাঁচাতে চাইলে, সত্যিই কি বাঁচে?
নিরাশা! আজ তোমাকে বলতেই হবে
তোমার জমিদারীর শেষ কোথায়?
তারপর থেকে কঠিন অনুভূতির এবড়োখেবড়ো রাস্তার
প্রতিটি বাঁকে ছড়িয়ে রাখব, শৈশবের জমানো
শত শত পরশপাথর, যা স্পর্শ করলেই বৃষ্টির মতো
ঝরতে থাকত, স্বচ্ছ নির্মল জীবনের আনন্দগুলো।