শিকড় প্রোথিত অনেক অনেক গভীরে,
দুর্বৃত্তরা করে শুধু অনাচার,
রাজনীতি আজ ঘরের ভিতরে বাইরে,
লালসা প্রধান, নেই কোনও প্রতিকার।
দুর্নীতি ঢেউ বার বার ফিরে আসে,
দূষিত প্লাবনে ডুবে গেছে চরাচর,
সঙ্গত দাবী থেমে যায় রোষানলে,
সুস্থ সমাজ ভেঙ্গেচুরে চুরমার।
হতদরিদ্রের অনাসক্তিই ঢাল,
সর্বহারারা দাবার বোড়ের চাল,
নানান রঙের দলের মুকুট যারা,
তারা তো কখনও, যায়নি যুদ্ধে মারা।
আমলাতান্ত্রিক বাস্তুঘুঘুর বাসা,
আখের গোছাতে মেরুদণ্ডও বাঁকা,
জনগণ চায়, সুবিচার ও সুরক্ষা,
আর কতদিন, মুক্তধারার প্রতীক্ষা?
আদি অনন্ত মহাকাল হেঁটে যায়,
বিষাক্ত ছোবলে অনুভূতি মৃতপ্রায়,
গাছের কোটরে ব্যাঙ্গমা, ব্যাঙ্গমী,
প্রশ্বাসে পোড়ে নির্বাক জনভূমি।
ঝড়ের আভাসে প্রতিকারহীন ক্ষোভ,
ফুঁসছে প্লাবনে সীমাহীন অভিযোগ,
হবে না, শোনার দিন কবে শেষ হবে?
স্ফটিক স্বচ্ছ আর কতদিনে হবে?