দিগ্বিদিক জ্ঞানশুণ্য হয়ে হাঁটতে হাঁটতে
যখন সম্বিত ফিরে আসে,
তখন কতদূরে চলে এসেছি অজানা মোহতে
তারই হিসেব কষতে বসে,
কিংকর্তব্যবিমূঢ় হয়ে ফেরা, সেই মোহাবিষ্ট জীবনেই!
আবার চলা শুরু, এই বিশ্ব পেরিয়ে অন্য বিশ্বে।
ছোট ছোট কারুকার্যে সমৃদ্ধ জীবন
যদি বলতে দেওয়া হয়,
এক আকাশ তারার কথা বললেও
খুবই সামান্য বলা হয়,
তাও বলার ইচ্ছে থাকলেই তো আর বলা যায় না
শোনার মত অবসর তো কারুর থাকেই না।
নিজের ইচ্ছে মতো জীবনটা চেপে রেখে
স্রোতে গা ভাসিয়ে দিয়ে,
ভেসে যাওয়া বছরের পর বছর অনাসক্তিতে,
শান্তির ঠিকানা থেকে বহুদূরে......
পরিবর্তিত পরিবেশে, অগত্যা মানিয়ে নিতে নিতে,
অনুভূতিগুলো কখন যেন হারিয়ে যায় অসীমে।
আরও লিখুন এবং ভালো থাকুন সবসময়🙏
প্রণাম জানবেন আমার।
শুভেচ্ছা নিরন্তর কবি।শুভকামনা
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ অপরাহ্ন, প্রিয় কবি।
শুভেচ্ছা ও শুভকামনা অন্তহীন প্রিয় কবি।
শোনাই কাকে বোঝাই কাকে সময় কোথায় কার ?
সব যেন আজ কেমন কেমন
চলছে যেমন চলুক তেমন
মানিয়ে নেওয়া গুছিয়ে নেওয়া মনের কাছেই হার
অনুভূতিই হারিয়ে গেলো কোন সে পগার পার
খুব সুন্দর জীবনবোধের কবিতা। মনছুঁয়ে গেলো। অনেক শুভেচ্ছা প্রিয় কবি। শুভ গণতন্ত্র দিবস।
সময়ের ফুসরত মিলিয়ে সব হয়ে উঠে না। আপনার আপনজন সেখানে শান্তির বীজ হয়েছে বপন। সত্যিই তা বহুদূরে, মানিয়ে নিতেই সময় যায় ফুরিয়ে।
অপূর্ব উপভোগ্য কাব্যিকতায় রাশি রাশি মুগ্ধতা নিয়ে গেলাম সম্মানিত প্রিয় অগ্রজ কবি, অজস্র শুভকামনা জানবেন।