অনলাইনে জীবন বিক্রি"
চমকে উঠেছিলাম বিজ্ঞাপনটা পড়ে
জীবনটা আবার কে বিক্রি করবে?
মোবাইলেই মেসেজটা পেয়েছি,
ক্লিক করতেই, একদম সাড়ে সর্বনাশ
একটা লিঙ্ক, তাতেও ক্লিক করতে হবে।
রোজই মেসেজ পাই বিভিন্ন ভাবে,
অজানা, অচেনা লিঙ্কে ক্লিক না করতে,
করলেই সমস্ত সঞ্চয় ধুয়ে মুছে সাফ হয়ে যায়।
ভয়ে মেসেজটা ডিলিট করেই দিলাম,
কে কার জীবন, কখন কিভাবে বিক্রি করবে,
কি লাভ সেসব জেনে?
অবশেষে কদিন আগে সব জানা গেল,
একটা ছোট্ট মাইক্রো চিপ ঢুকিয়ে দেওয়া হচ্ছে
মানুষের মাথার মধ্যে,
কেউ মারা গেলেও, বাঁচিয়ে তোলা যাচ্ছে।
এখানেই অসুবিধা, একবার চিপটা বসানো হয়ে গেলে,
তাকে বাইরে থেকে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে।
তবে আজ অর্ডার দিলে,
ক্রমিক সংখ্যা এরমধ্যেই কয়েক কোটি পেরিয়ে গেছে,
তাও অর্ডার দিলাম, প্রথম দিকে যারা অর্ডার দিয়েছে
তাদের অনেকেই হয় তো অমরত্ব লাভ করে ফেলেছে,
আর অত বছর পর, আমার মাথার দখলদারকে নিয়ে
আমার কোনও মাথাব্যথা নেই।
জীবনবোধের উক্তি, সুন্দর বলেছেন , অপূর্ব রম্য কাব্য ! মুগ্ধ ।
শুভরাত্রি , শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে শ্রদ্ধা জানাই । ভাল লাগল, মন্তব্যের পাতা পেলাম ,
ভাল থাকুন সদা ।
আমাকে সেখান থেকে বঞ্চিত করার অধিকার কোন কবিকে কেউ দেয়নি।
বললাম বলে কষ্ট নেবেন না কবি। ভালোবাসা অবিরাম।
চিন্তাও তবে থাক তার কবলে।
দারুণ রম্য রচনা। হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
ব্যাতিক্রমি ভাবনার অসাধারণ কবিতা উপহার দিলেন।
পাঠে নতুন ভাবনার খোরাক পেলাম।
আনেক আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয় কবি।
আপনার জন্য একরাশ শুভকামনা রইল।
অফুরান শুভেচ্ছা প্রিয় কবি।