নিতে চাই না, একের পর এক, ঐ ভ‍্যাকসিনগুলো,
যা এতদিন জোর করে দেওয়া হচ্ছে জনসাধারণকে।
বিবেক বোধ জাগরণ, স্বচ্ছতা, সভ‍্যতা, মানবিকতা,
সুশিক্ষিত হবার ইচ্ছা, সহমর্মিতা, নিষ্কলঙ্ক মানসিকতা,
মেরুদণ্ড সোজা রেখে অন‍ৈতিকতার প্রতিবাদ করা,
এইসব ছোঁয়াচে রোগগুলোকে দাবিয়ে রাখতে,
যাতে মহামারী না ছড়ায় সারা দেশ জুড়ে,
সেগুলো আর নেব না, আজ থেকেই বন্ধ করলাম।

আমরা অশান্তির বাতাবরণ চাই না,
কিন্তু জনতাকে বিপথে চালিত করার প্রবণতা,
সমাজের সর্বস্তরে দুর্বৃত্তায়নের উত্তরোত্তর বৃদ্ধি,
সন্ত্রাসবাদের বিস্তার, প্রতারণা, পাশবিক মনোবৃত্তি,
সামাজিক অপরাধ, ধর্মীয় বিভাজনে নৈরাজ্যের সৃষ্টি,
পরিবেশ দূষণ, আতঙ্কের বাতাবরণের প্রসারণ,
এইসব অরাজকতার পাচন, নিরীহ জনগণকে
জবরদস্তি গেলানো, বন্ধ হোক চিরতরে।

আমরা আবার হাঁটতে চাই, সুস্থতার সরণীতে
স্ত্রী, পুরুষ নির্বিশেষে, পারস্পরিক সম্মান প্রদর্শনে,
জাতপাতের বিভাজন দূরে সরিয়ে রেখে
সমগ্র বিশ্ববাসীকে এক পরিবারের সদস‍্য মনে করে
আমরা এগিয়ে যেতে চাই, আলোকবর্তিকার দিকে।
সংকল্প কঠিন, কিন্তু অধরা নয়, রুখে দাঁড়াতে হবে,
জাগ্রত জনপ্লাবণে, প্রতিরোধ বাধ‍্য ভেঙ্গে পড়তে,
সর্বনাশ প্রচুর হয়ে গিয়েছে, নতুন পৃথিবী গড়তে হবে।