যন্ত্র বাজে যন্ত্রী ছাড়া
তপ্ত দহন পাগলপারা,
একজোট ঐ সর্বহারা
বুঁদির কেল্লা ছন্নছাড়া।
দেশের বুকে উঠছে তুফান
আকাশ জুড়ে প্রলয় নিশান,
গগনভেদী বাজছে বিষাণ
ধুলায় গড়ায় ভগ্ন কেতন।
কোন ইশারায় মাভৈঃ বলে
ফুঁসছে প্লাবন আগল ভেঙে?
গুমরে থাকা অসাড় প্রাণে
কোন সে মন্ত্র জাগরণে?
দ্বন্দ্ব বিবাদ সরিয়ে রেখে,
সবাই হাতে হাত মিলিয়ে,
একসাথে আয় মিলেমিশে
ফসল ফলাই শস্যক্ষেতে।
নতুন প্রাণের গন্ধ নিয়ে
আবীর রঙে মন রাঙিয়ে,
স্বচ্ছ পৃথির হৃদয় জুড়ে
অপার খুশি উঠুক ভরে।
জাতপাতের ঐ বিভেদ ঘুচুক
মানবিক সুর আবার বাজুক,
দিলদরিয়ায় জোয়ার নিয়ে
চলুক পানসি জোর কদমে।
সাবাস কবি সাবাস।
তুঙ্গভদ্রা***
শুভেচ্ছা অন্তহীন, কবি বন্ধু।
কবির মনের আশা পূর্ণ হোক।
লিখে চলুন দাদা আর ভালো থাকুন সব সময়, এই প্রার্থনা করি।
শ্রদ্ধা জানবেন আমার।
উত্তপ্ত মধ্যাহ্ন।
খুব, খুবই ভালো লিখেছেন প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
শুভকামনা জানবেন
ভালো থাকুন সবসময়
অপূর্ব প্রকাশ।
ছন্দে বর্ণে একেবারে একাকার।
ভালো থাকবেন। রক্তিম শুভেচ্ছা ।
যন্ত্রী আর লাগে না প্রিয় কবি
যে যন্ত্র পায় সেই দেয় কষে বাড়ি।
অথচ বিভেদ ভুলে তুললে বুকে ঘর
দিনে দিনে উধাও হবে ধু ধু বালুর চর!
দুর্দান্ত উপমা সমৃদ্ধ রূপক কবিতাটি।
মুগ্ধতা সহ শুভ কামনা রাখলাম অন্তহীণ।
আর দ্বন্দ্বও মন থেকে সরবে না---
অসাধারণ কাব্য অভিব্যক্তি দাদা!!!!
লিখে চলুন দাদা আর ভালো থাকুন সব সময়। এখন আশা করি আরোগ্যে লাভ করেছেন----
ভক্তি পূর্ণ প্রণাম জানবেন ছোট বোনের।
তবেই বাঁচবে জনগণ...সুন্দর মানবিক আমন্ত্রণ।
ভালো থাকুন দাদা।অবিরত শুভেচ্ছা রইল।
অপুরান শুভেচ্ছা ও ভালবাসা রইল।
কষ্টকর জীবনবোধের পরিচয় ।
মন মাতোয়ারা ছন্দে উচ্ছল মনোভাব সব।বেশ সুন্দর শান্তি ও প্রগতির জীবন কথা ,মুগ্ধ হলাম আবারও ।
অশেষ মোবারকবাদ প্রবুদ্ধ প্রিয়কবিকে।ভাল থাকুন সদা এই দোয়া সবসময়।
মনমাতোয়ারা ছন্দে উচ্ছল মনোভাব সব, সুন্দর শান্তি ও প্রগতির জীবন কথা ,মুগ্ধ ।
শুভবৈকাল, প্রবুদ্ধ প্রিয়কবিকে শুভকামনা জানাই , ভাল থাকুন সদা ।
মনু সংহিতার ওই আবরণে
রাখছে ঢেকে সেই বাঁধনে;
বিবেক বুদ্ধি লোভ পেয়েছে
অর্থ ক্ষমতার সেই সাধনে।
দেখি ওই জনগণের প্রধানমন্ত্রী
রাজদণ্ড হাতে নিয়ে রাজা হতে চায়;
নাইবা রইলো সাথে জনগণ
গণতন্ত্রের সেই ডান কিংবা বায়।
ভেটিকানের সেই পোপের মত
দেশের প্রধান, গুরু সাজতে চায়;
আর সবাই এসে মাথা নোয়াবে
তাঁহার ওই রাঙা রাতুল পায়।
হিংসা দ্বেষে চায় ভোলাতে
ধর্ম বর্ণে বিভেদ টেনে;
ঐক্যের বাঁধা সেই সেখানে
কে বুঝাবে এই জনগণে?
আপন স্বার্থে চলছি পথে
কেউ নাই তাইতো সাথে;
নিজের বোঝা নিজেই বই
বৃষ রূপী ওই আপন কাঁধে
আসবে কি কেউ এমন করে
ভালোবাসায় ভরিয়ে দিয়ে;
আমরা সবাই বাঁচতে চাই
সেই জোয়ারে নাও ভাসায়ে।
প্রিয় কবি বন্ধুকে জানাই প্রাণভরা শুভেচ্ছা আর ভালোবাসা।
গরমী এই বিশ্ব জগতে,
জীবন দুর্বিষহ ক্ষমতা জোরে
দুর্বলেরা অপঘাতে মরে।
মানবিক ভাবনার অনন্য কাব্যিক প্রণয়ন,
চেয়ে দেখি না কোথায় শান্তির জীবন।
হার্দিক শুভকামনা ও শ্রদ্ধা জানবেন প্রিয় সম্মানিত কবি।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, প্রিয় কবি।
এখন ইউরেশিয়ান বামুন ক্ষত্রিয় বৈশ্যের তৈরি গোলাম চামচা শূদ্র নিজেরাই শূদ্র চামচা হিসেবে পরিচয় জাহির করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
ধর্মাস্ত্র দিয়ে যেভাবে চামচাদের নিচে বাঁধা হয়েছে পুরাণ সাহিত্য ও সামাজিকতায় সেখান থেকে জাতপাত উচ্ছেদ করা দূরহ। বর্ণভেদ স্তম্ভ হিন্দু ধর্মের মূল স্তম্ভ যেখানে বর্ণভেদ না থাকলে হিন্দু ধর্ম মুখ থুবরে পড়বে।
তাই এখন বর্তমানে বিস্তৃত সূক্ষ্ম কৌশলে চামচাদের শিক্ষা ও অর্থনীতি ভেঙে এটা টিকিয়ে রাখার পথেই এগিয়ে যাচ্ছে।
আপনার কাব্যের ধারা মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে এই জাতপাত উচ্ছেদে চামচা যুগের অবসান হতে পারে বলেই আশা রাখি।
অপূর্ব অনুপম কাব্য প্রকাশ।
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় জ্ঞানবান কবি।
ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর কামনা করি ।