ক্ষণিকের অতিথিরা তোমরা শোনো,
জীবনের অসংখ্য ভালো ভালো কোলাজগুলো
একদিন তোমাদের ছবি দিয়েই তৈরি হয়েছে,
এতদিনে কারুর সংস্পর্শে হয়ত ভাইরালও হয়েছে।
যদি কোনদিন নিজেদের খুঁজে পাও সেই জনারণ্যে
একবার খবর নিও এই অধমের, হয়ত চরম মুহূর্তে।
জীবনের আঁকেবাঁকে ছড়ানো ছিটানো নুড়ি পাথর
অনেক ঘেঁটেও পাইনি তাদের মধ্যে পরশপাথর,
কিন্তু হয়ত তোমাদের কেউ কেউ আমার সান্নিধ্যে এসে
খুঁজে পেয়েছিলে, নিজের জীবনের আলোকিত অধ্যায়।
জানি, উন্নতির সোপান ভেঙ্গে ভেঙ্গে যেদিন উঠেছিলে
অনেক উঁচুতে, আমাকে ব্রাত্যই করে দিয়েছিলে।
আজও প্রতিদিনের কোলাজ সৃষ্টি হয় মণিকোঠায়,
আজও কারুর সাথে নতুন করে সম্পর্কও তৈরি হয়,
আজও থাকি চির নতুনের ডাকের একান্ত অপেক্ষায়,
আজও সূর্যমুখী হয়ে ফুটি, সূর্যের রৌদ্রের প্রতীক্ষায়,
যদিও জানি হয়ত আজই শেষ দিন বিলাসী ভাবনার!
তবুও শেষ মুহূর্তেও আসতেই পারে সেই মাহেন্দ্রক্ষণ।
আমি তো বসেই আছি এখনও দুরন্ত আশা নিয়ে,
সুস্বাগতম জানাতে অন্তিম অতিথির আগমনকে।