একটা মাথার মতো মাথা
গিজগিজ করছে কথা,
আতস কাঁচের নিচে ফেলে
খুঁজছে হেথা সেথা।
পছন্দসই হলে
চিমটে দিয়ে তোলে,
ঝঙ্কারে তার লাগবে হাওয়া
চরৈবেতির পালে।
দিশা দেবার নেশায় নেশায়
তপ্ত চারণ ভূমি,
জ্বালামুখীর দহন জ্বালায়
পোড়ে বিপথগামী।
দুর্নিবারের পেশি
নাচায় মুক্তকেশী,
মগজ বেয়ে চুইয়ে পড়ে
আলখাল্লার হাসি।
নতুন গড়ার ঝোঁকে
শব্দ শুঁকে শুঁকে,
নৈতিকতার নাড়ি টিপে
নিদান দিচ্ছে হেঁকে।
তাইরে নাইরে না না
বেশি বলায় মানা,
ছন্দবাহার অকুলপাথার
মেলছে সুখে ডানা।
খুব খুব সুন্দর। অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা নিরন্তর।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ রাত্রি, প্রিয় কবি।
অন্তহীন শুভেচ্ছা,শুভকামনা নিরন্তর কবি
দারুন পরিবেশন।
কবিতা তোমাকে চায়
নাকি তুমি কবিতাকে চাও
কবিতা তোমার কাছে যায়
আমার কাছে রাত ফুরিয়ে আসে।
ভালো থাকবেন।
রক্তিম শুভেচ্ছা ।
শুভসন্ধ্যা , প্রবুদ্ধ প্রিয়কবিকে অশেষ শুভকামনা । ভাল থাকুন সদা ।
খুব ভালো লাগলো দাদা🙏
কেমন আছেন?
ভালো থাকুন সবসময় আর লিখুন।
শ্রদ্ধা নিবেদন করে গেলাম আপনাকে।
অতীব সুন্দর উপস্থাপন করলেন কবি বন্ধু শুভেচ্ছা রইলো
সত্যকে সে দেখায়;
চেতনার গভীরে দিয়ে নাড়া
অনেক কিছু শেখায়।
অসাধারণ উপস্থাপনা। কবি বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা।
ভাল থাকবেন----------