একটা মাথার মতো মাথা
গিজগিজ করছে কথা,
আতস কাঁচের নিচে ফেলে
খুঁজছে হেথা সেথা।
পছন্দসই হলে
চিমটে দিয়ে তোলে,
ঝঙ্কারে তার লাগবে হাওয়া
চরৈবেতির পালে।
দিশা দেবার নেশায় নেশায়
তপ্ত চারণ ভূমি,
জ্বালামুখীর দহন জ্বালায়
পোড়ে বিপথগামী।
দুর্নিবারের পেশি
নাচায় মুক্তকেশী,
মগজ বেয়ে চুইয়ে পড়ে
আলখাল্লার হাসি।
নতুন গড়ার ঝোঁকে
শব্দ শুঁকে শুঁকে,
নৈতিকতার নাড়ি টিপে
নিদান দিচ্ছে হেঁকে।
তাইরে নাইরে না না
বেশি বলায় মানা,
ছন্দবাহার অকুলপাথার
মেলছে সুখে ডানা।