আরও একবার, এই নিয়ে বহুবার
খেলছি, খেলেছি জীবন নিয়ে,
তাও চেনা মানুষগুলো
ড্যাং ড্যাং করে চলে গেলো,
নিঃসীম অন্ধকার, আমিই আমার হাতিয়ার।
একরাশ উৎকণ্ঠা, সমনের ঘন্টা, বাজছে অবিরাম,
নাকি আগুনে ছারখার পোড়া মন,
আগুন নেভাতে, রাজপথ দিয়ে ক্রমাগত দমকল?
এত ভুল কেন করছে সবাই?
উৎকণ্ঠা তো মনের গভীরে, শরীরে তো নয়।
আকাশের তারারা খসে পড়ে, মন দ্যাখে,
মুখের কথা যদি ভুল করে পড়ে খসে,
চারপাশে শুরু ধুন্ধুমার,
তাও বলেছি কতবার, ভুল সে তো ভুলই হয়,
কেউ তো বোঝে না কিছুই, কেন যে এমন হয়?
অবশেষে দিনের আলো
কি আর বলবো বলো,
বলছে সবাই, তর্জনী আমার দিকে তাক করে,
শুধু তো মানুষ নয়, উজ্জ্বল সূর্যটাও,
তুমি জিতে গেছ, জিতে গেছ, জিতে গেছ.....।