ভালো ছেলের গান?
সবাই শুনে বলল হেসে
বড্ড বেমানান।
বলো, কি আর করি?
ডুবল তীরেই তরী,
দরদ বেচার অভিনয়ে
চলছে রাহাজানি,
সবাই কি সব জানি?
কর্ম সমাধানে
কার কি আছে মনে...
ভ্রান্ত ধারায় নির্বিশেষে
খেলছে সঙ্গোপনে।
সুযোগ বুঝে খেলার মাঠে
নোনা জলের বাণ,
খাচ্ছে খাবি হাঁটু জলে
নিরপরাধ প্রাণ।
সেটাও ছিল হয়ত ভালো
ঢোঁড়া সাপের জান,
শামুক, গেঁড়ি, গুগলি খেয়ে
বাঁচিয়ে রাখত প্রাণ।
কাকে কিই বা বলি?
আমরা কাটা ঘুড়ি,
হাওয়া যখন যেদিকে যায়
সেইদিকে দিই পাড়ি।